ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

হ্যারি ক্যান ঝড়ে বিধ্বস্ত লেস্টার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ১৯ মে ২০১৭ , ১২:৩৩ পিএম


loading/img

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে হ্যারি ক্যান ঝড়ে লেস্টার সিটিকে ৬-১ গোলে উড়িয়ে দিলো টটেনহাম হটস্পার। ক্যান করেন হ্যাটট্রিকসহ ৪ গোল। বাকি ২ গোল করেন হিউং মিন সং।

বিজ্ঞাপন

দ্য কিং পাওয়ার স্টেডিয়ামে শুরু থেকেই লেস্টার সিটির ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে টটেনহাম হটস্পার। এর ফলও হাতেনাতে পায় তারা। ম্যাচের ২৫ মিনিট গড়াতেই গোল পেয়ে যায় দলটি। টটেনহামের গোল উৎসবের শুরুটা করেন হ্যারি ক্যান। এসময় গোল করে দলকে প্রথম সাফল্য এনে দেন তিনি।

এর ১০ মিনিট পর দলের ব্যবধান দ্বিগুণ করেন হিউং মিন সং। এরপর খেলা আরো গতি পেলেও প্রথমার্ধে আর গোল পায়নি টটেনহাম। কাঙ্ক্ষিত সাফল্য পায়নি লেস্টারও।

বিজ্ঞাপন

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় চ্যাম্পিয়নরা। গোল পেতে মরিয়া হয়ে পড়ে লেস্টার। তাৎক্ষণিকভাবে রেজাল্টও পায় তারা। ৫৯ মিনিটে দলের পক্ষে ১ গোল শোধ করেন বেন চিলওয়েল।

তবে এরপরই খেই হারিয়ে ফেলে লেস্টার সিটি। ফলাফলস্বরূপ তাদের পোস্টে একের পর এক গোল করে টটেনহামের পক্ষে ব্যবধান বাড়াতে থাকেন হ্যারি ক্যান ও হিউং মিন।  

৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ক্যান। ৭১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ৪-১ করেন হিউং মিন সং।

বিজ্ঞাপন

৮৮ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ক্যান। অবশ্য তখনো গোলমেশিনের গোলের নেশা কাটেনি। ম্যাচের অতিরিক্ত সময়ে নিজের চতুর্থ গোল করলে ৬-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মাওরিসিও পচেত্তিনোর দল।

বিজ্ঞাপন

কে/ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |